আবদুল আউয়াল ,কোম্পানিগঞ্জ: নোয়াখালী কোম্পানীগঞ্জের নতুনবাজারে ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় নতুন বাজার হাই স্কুল ও নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় কোম্পানীগঞ্জের মাদ্রাসা লেভেলের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ১৯০৯ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আবদুর রহীম সবুজ ও উদ্যােক্তা জয়নাল আবদীন মানিক এর অর্থায়নে নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসার পরিচালনায় এ প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষা শুরু হয় ২০১৯ সাল থেকে। সার্বিক সহযোগিতা করেন উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা মোশাররফ হোসেন, আনিছ নেতা, মাহবুবুর রহমান আরিফসহ অনেকে। পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আলী হোসেন। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আহমদ করিম ও মাওলানা এনামুল হক।
এলাকাবাসী জানায়, ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এর নামে ছকিনা-হানিফ অত্যন্ত ইসলাম প্রিয় ব্যক্তিত্ব। তাঁদের ছেলে আমেরিকা প্রবাসী আবদুর রহীম সবুজের পৃষ্ঠপোষকতায় ২য় বারের মত এ বৃত্তি অনুষ্ঠিত হলো।। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য হল সামাজিকভাবে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী সহযোগিতা করা। দলমতের উর্ধ্বে ওঠে শিক্ষা ক্ষেত্রে তাদের অগ্রসর হওয়া।
এ ব্যাপারে ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এর উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন বলেন, আমি এ শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। এ রকম একটি মহোতী উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্তি করছি।
Post a Comment