ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে গ্রামীন নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার ধামইরহাট ইউপির মনিপুর গ্রামে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রাণীসম্পদের ভূমিকা, বাল্যবিবাহ রোধে সচেতনতা ও তথ্যকেন্দ্রের সেবাসমূহ সম্পর্কে অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ইউপি সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, নারী ইউপি সদস্য ফেরদৌসি রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সব শেষে উঠান বৈঠকে উপস্থিত ৫০ জন নারী সদস্যদের মাঝে ভাতা প্রদান করা হয়। উল্লেখ্য যে, উপজেলা তথ্যকেন্দ্রে প্রতি কর্মদিবসে শিক্ষা-স্বাস্থ্য, কৃষি, ব্যবসা আইনগত সমস্যা ও জেন্ডার সমস্যা জনিত বিষয়ে বিনামুল্যে তথ্যসেবা প্রদান করা হয়।
Post a Comment