নওগাঁয় মোহনা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন




মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় শহরের পারিমহণ গ্রন্থাগার চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে গ্রন্থাগার হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল। বিশেষ  অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহবায়ক ওহাব আলী।

এছাড়াও অন্যান্যদের মধ্য, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার  সভাপতি ও নওগাঁ নিউজের সম্পাদক সাইফুল ওয়াদুদ, যায়যায়দিনের নওগাঁ জেলা প্রতিনিধি রুহুল আমিন,বাংলাদেশ সমাচার নওগাঁ প্রতিনিধি আসাদুজ্জামন, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি আব্দুর রাকিব,নিউজ টুয়েন্টি ওয়ান নওগাঁ প্রতিনিধি আলমগীর, স্বদেশ প্রতিদিন এর নওগাঁ প্রতিনিধি আহসান হাবীব,ভয়েস অফ নওগাঁ পত্রিকার সম্পাদক হিমেল,গণকণ্ঠ এর জেলা প্রতিনিধি সাব্বির,অগ্নি শিখার জেলা প্রতিনিধি রানা সরদার,বাংলাদেশ সমাচার নওগাঁ সদর প্রতিনিধি জুয়েল,ভোরের চেতনার জেলা প্রতিনিধি নুর ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান।

এ সময় বক্তারা মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় মোহনা টিভির প্রশসংসা করেন।উপস্থিত  অতিথিবৃন্দ মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মোহনা টিভির উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। 

মোহনা টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মোহনা টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি হাবিবুর রহমানের পক্ষ থেকে সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0/Post a Comment/Comments