জগদীশপুর কালী দূর্গামন্দির নির্মান কাজের শুভ উদ্বোধন এবং জিএম হিরা বাচ্চুর লিফলেট বিতরণ।



রাজু আহমেদ, রাজশাহী:

রাজশাহী পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের জগদীশপুর কালী দূর্গামন্দির নির্মান কাজের শুভ উদ্বোধন করেন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত ট্রাস্টি বাবু শ্রী তপন কুমার সেন। 

১৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় জগদীশপুর কালী দূর্গামন্দির পরিচালনা কমিটির আয়োজনে জগদীশপুর কালী দূর্গামন্দির কমিটির উপদেষ্টা শ্রী শচীন্দ্রনাথ শীশের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি,এম হিরা বাচ্চু। 

জগদীশপুর কালী ও দূর্গামন্দির কমিটির সভাপতি শ্রীনাথ কুমার মহন্ত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্রী পার্থ পান চৌধুরী, পুঠিয়া হিন্দু ল্যাগ ও সংস্কার সমিতির সভাপতি শ্রী চঞ্চল কুমার চৌধুরী প্রমুখ। 


উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে ওই এলাকায় সরকারের উন্নয়ন চিত্র সংযুক্ত লিফলেট বিতরণ করেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আগাম ভোট চেয়ে প্রচারণাও চালানো হয়।

এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করেছেন। যা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানেন না। সেই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতেই আমি এসেছি। দল থেকে যাকেই নৌকার টিকেট দেওয়া হবে, তাকে নির্বাচিত করতে কাজ করবো। আর নির্বাচন উপলক্ষ্যে আগাম ভোটও চাচ্ছি সবার কাছে। 

0/Post a Comment/Comments