নওগাঁর ধামইরহাটে কম্বাইন হারভেস্টার ও রিপারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন



মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কম্বাইন হারভেস্টার ও রিপারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। ২ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার সেননগর গ্রামে উফসী আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টার ও রিপারের মাধ্যমে কর্তনের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মাওলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান, অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম, ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সামসুজ্জোহা হাকিম, কৃষক আবু হান্নান প্রমুখ।

0/Post a Comment/Comments