নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: ভারতে চিকিৎসাধীন এক যুবকের নামে নাশকতা মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ এমনটা করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
ওই যুবকের নাম মো. রাসেল আলী (৩৩)। তিনি পুঠিয়ার বিড়ালদহ এলাকার আব্দুর রশীদের ছেলে। রাসেল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, রবিবার ৫ নভেম্বর বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের সমর্থনে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওইদিন বিড়ালদহ লোহার ব্রিজের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।
এ ঘটনায় রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার হোসেন ভুট্টোসহ বিএনপির ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে পুঠিয়া থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ১৮০ জনকে। পরে মো. ভুলু (৫৫) নামে এক বিএনপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
তবে ওই মামলায় ভারতে চিকিৎসাধীন মো. রাসেল আলীকেও আসামি করা হয়েছে বলে তার বাবা আব্দুর রশীদ অভিযোগ করেছেন। বুধবার (৮ নভেম্বর) বিকেলে তিনি বলেন, আমার ছেলে অসুস্থ। সে উন্নত চিকিৎসার জন্য দুই সপ্তাহ আগে ভারতে গেছে।
আব্দুর রশীদ বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। এসব আগুনের ঘটনার সঙ্গে সে জড়িত থাকার প্রশ্নই আসে না। গত দু’সপ্তাহ ধরে ভারতে রয়েছে রাসেল।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিদেশে থাকা কারও নামে মামলার ঘটনা জানা নেই। আপাতত এ ব্যাপারে কিছু বলতে পারব না।
Post a Comment