নওগাঁ-(৪৮) ৩ মহাদেবপুর-বদলগাছী আসনের নৌকার মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ প্রার্থীদের




মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর (৪৮) ৩ সংসদ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন কয়েক জন। নওগাঁর ৩ সংসদীয় আসন থেকে নৌকার মাঝি হতে চাওয়ার তালিকায় রয়েছে বর্তমান এমপি, সাবেক দুই সচিব, সাবেক এমপি ডঃআকরাম হোসেন চৌধুরীর স্ত্রীর নাম। যা নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে এই আলোচনা আরও তীব্রতর হয়েছে। মনোনয়ন বোর্ডের বৈঠকে রাজশাহী ও রংপুর বিভাগে প্রার্থী চূড়ান্তের পাশাপাশি কিছু বর্তমান সংসদ সদস্যকে বাদ দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি। দলের নীতি-নির্ধারক পর্যায় থেকে আসা এমন বক্তব্যে আশার আলো জেগেছে দীর্ঘদিন নৌকার মাঝি হওয়ার স্বপ্ন দেখা ত্যাগী নেতাদের মাঝে। মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসনটি

আসনটিতে ২০১৪ সালে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ছলিম উদ্দিন তরফদার। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছলিম উদ্দিনকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তবে সেই বহিষ্কারাদেশ খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে দলে ফিরে এনে আবারো ছলিম উদ্দিন তরফদারকে নৌকা প্রতীক দেয় আওয়ামী লীগ। প্রতীক পেয়ে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে আছেন তিনি। এবার আওয়ামী লীগ থেকে আবারো দলীয় মনোনয়ন চেয়েছেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ছলিম উদ্দিন তরফদার। 

তিনি ছাড়াও এবার তার আসনে কয়েকজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। ছলিম উদ্দিন তরফদার ছাড়া মনোনয়ন ফরম জমা দেওয়া অন্য নেতারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এনামুল কবির, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, সাবেক সংসদ সদস্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম এবং বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুবুল হক মান্নাফ। 

আসনটিতে এমপি প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন সাবেক এমপি ডঃআকরাম হোসেন চৌধুরী। তার মৃত্যুর পর জনপ্রিয়তায় এগিয়ে আছেন তার সহধর্মিণী মাহফুজা আকরাম চৌধুরী মায়া। সাবেক এমপি ডঃআকরাম হোসেন চৌধুরীর অনুসারি ও সাধারণ জনগণে ভাষ্যে জানাযায়, আসনটি মাহফুজা আকরাম চৌধুরীর মায়াকে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হবেন। সাবেক এমপি ডঃআকরাম হোসেন চৌধুরীর স্ত্রীকে নিয়ে দু- উপজেলাজুড়ে চলছে আলোচনা সমালোচনা ঝড়।

সবাই ১০০ ভাগ আশাবাদি তারা দলীয় মনোনয়ন পাবেন এবং নওগাঁ-৩ সদর আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিবেন বলে আশাবাদী।

0/Post a Comment/Comments