এম ইসলাম দিলদার
বাঘা,রাজশাহী প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে আবারও রাজশাহী-৬ (চারঘাট -বাঘা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম । এই নিয়ে চতুর্থবারের মতো নৌকার মাঝি হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু হয়।
বাঘায় ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত বাঘা উপজেলা এবং ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নিয়ে গঠিত চারঘাট উপজেলা এনিয়েই রাজশাহী -৬ আসন। ৫৭তম সংসদীয় আসন থেকে চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম । এর আগের ৩বার মনোনয়ন পেয়ে প্রতিবারই নৌকা প্রতীকে জয় পেয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
এর আগে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে লড়াই করে শতভাগ জয়ের নজির গড়েন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শারিয়া আলম।
বাঘা-চারঘাট-৬ আসনে চতুর্থ বারের মতো নৌকার মাঝি আলহাজ্ব মোহাম্মদ শারিয়ার আলম। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চতুর্থ বারের মতো আলহাজ্ব মো: শাহরিয়ার আলম কে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করতে দেখা গেছে চারঘাট-বাঘা উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণদের। এছাড়াও চারঘাট-বাঘার বিভিন্ন বাজারে দলীয় কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
নির্বাচন কমিশনার (সিইসি) তপশিল ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Post a Comment