মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ছয়টি আসনে আওয়ামী লীগের নমিনেশন পাবার পর গত মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে নওগাঁয় প্রবেশ করেন নওগাঁ সদর আসনের নৌকার মাঝি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন তাঁর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বানিজ্য মন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের আগে চকপ্রান জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলামের সাথে সকলেই ইস্তেগফার, ফাতেহা, সূরা এখলাছ,ও দরুদ শরীফ পাঠ করে মুনাজাত করেন।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিম আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাছেল আহম্মেদ, সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ লাল,বলিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহিন, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রুকানুজ্জামান টুকু সহ-ছাত্রলীগ যুবলীগ সকল সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Post a Comment