নিজস্ব প্রতিবেদক, দৈনিক খবর রাজশাহী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আজ রোববার (২৬ নভেম্বর)। এই তালিকায় রাজশাহীর ছয়টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ সদর: মোহাম্মদ আলী, রাজশাহী -৩ (পবা-মোহনপুর): আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (চারঘাট-বাঘা): শাহরিয়ার আলম, রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর): আব্দুল ওয়াদুদ ধারা রাজশাহী-৬ বাগমারা: অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।
ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
Post a Comment