রাজশাহীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত



নিজস্ব প্রতিবেদক, 
রাজশাহীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে । 

রোববার রাত ১১ টার দিকে নগরীর সিএনবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই শিক্ষার্থী নাম ফরিদুজ্জামান (২৩) । তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

এ ঘটনায় আরও তিন পথচারী আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, নিহত ফরিদুজ্জামান মোটরসাইকেলে এক বন্ধুসহ সিমলা পার্কের দিকে যাচ্ছিল। এসময় সার্কিট হাউসের সামনের রাস্তায় পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় সে। 

এ সময় স্থানীয়র ফরিদুজ্জামানকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ওসি আরো বলেন, নিহতের মরাদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

0/Post a Comment/Comments