দুর্গাপুরে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার




দুর্গাপুর( রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার  ২৮(নভেম্বর) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিকুর রেজা সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন-  উপজেলার আলীপুর গ্রামের মকুল ইসলাম ও তার স্ত্রী আলেয়া বেগম।

রাজশাহী জেলা গোয়েন্দা শাখার  এসআই (নিঃ) দাউদ উজ জামান আকাশ জানান, মুকুল-আলেয়া দম্পত্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। নারী মাদক কারবারি আলেয়ার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। তিনি জামিনে বের হয়ে পুনরায় স্বামীকে নিয়ে মাদক কারবার শুরু করেছে এমন তথ্যের ভিত্তিতে আলীপুর বাজারের আমজাদ এর চায়ের স্টলের সামনে এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দুই লাখ  টাকা। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানান তিনি।

0/Post a Comment/Comments