নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন জসিম সরদারের(৪০) লিজ নেয়া পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৮ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
মাছ চাষী জসিম সরদার বলেন, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে সরকারি লিজ নেয়া এই পুকুরে আট মাস ধরে মাছ চাষ করছি। পুকুরে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। আজ ভোরে পুকুরের কেয়ারটেকার আমাকে মুঠো ফোনে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখার কথা জানান। পুকুর এসে দেখি বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, এই পুকুর আমার পূর্বে যে লিজ নিয়েছিল তার সময় তিনবার বিষ প্রয়োগ হয়েছিল বলে শুনলাম। পুকুরের আশেপাশের লোকজনই এর সাথে জড়িত আছে জানিয়েছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করে। ভুক্তভোগী মামলা দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Post a Comment