নিজস্ব প্রতিবেদক,
ঢাকা হাজারীবাগ থানার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার করা মামলায় মামলায় জামিন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি'র সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক আবু বকর সিদ্দিক।
গত রবিবার (১২ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে ঢাকা হাজারীবাগ থানা পুলিশের করা বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সেই আবেদন শুনানির জন্য দিন রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাই আপাতত তার মুক্তি মিলছে না।
এ তথ্য জানান নিশ্চিত করেছেন আবু বকর সিদ্দিক এর আইনজীবী ব্যারিস্টার ফারুক।
এর আগে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার বাসা থেকে আবু বকর সিদ্দিক কে আটক করে ডিবি পুলিশ।
বিএনপি নেতা আবু বকর সিদ্দিক এর পরিবার এর পক্ষ থেকে জানানো হয়, তিনি রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এছাড়াও তিনি আন্দোলন সংগ্রামে দলের জন্য সবসময় এগিয়ে থাকে । এসকল আন্দোলন সংগ্রাম থেকে দূরে রাখতে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে রাখা হচ্ছে। একাধিক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তার পরিবার।
Post a Comment