দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অবৈধ অবরোধের প্রতিবাদে দুর্গাপুরে অবরোধ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং এর নির্দেশে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিএনপি বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা পথ সভায় বলেন, বিএনপি-জামায়াত দেশব্যাপী যে ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে আমরা তা মানিনা। আমরা রাজপথে থেকে তা প্রতইহত করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, এরই ধারাবহিকতা নস্যাৎ করতেই জালাও-পোড়াও কর্মসুচী দিয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা সহ রেমন্ড আরেং ভাইয়ের নির্দেশে আমরা এসকল ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করবো
Post a Comment