স্টাফ রিপোর্টার!
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী লেঃ কর্ণেল রমজান আলী সরকার। কাঁচি প্রতীক নিয়ে নিজের নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। নাটোর-১ আসন ( লালপুর- বাগাতিপাড়া) থেকে কাঁচি প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। এই আসনে বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন।
গত মঙ্গলবার হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রমজান আলী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত লালপুরে বিভিন্ন হাট-বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কাঁচি প্রাতীকে ভোট চেয়েছেন। এ সময় রমজান আলীন সঙ্গে ছিলেন শতশত তার কর্মী-সমর্থকরা।
লেঃ কর্নেল রমজান আলী বলেন, ভোটররা একটা পরিবর্তন চায়। যেহেতু ভোটাররা আমাকে আগে থেকে চেনেন তাই সকলের কাছে গিয়ে ভোট চাইতে সমস্যা হচ্ছে না। সব মিলিয়ে ভোটারদের ভালো সাড়া পাচ্ছি আমি। লাল পুরো বাগাত ওপাড় সকলের দোয়া ও কাঁচি মার্কায় ভোট প্রার্থনা করেন লেঃ কর্ণেল রমজান আলী সরকার।
Post a Comment