নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীতে জাগো ফাউন্ডেশনের যুব শাখার নেতৃত্বে রয়েছেন একদল তরুণ। জাগো ফাউন্ডেশন যুব শাখার ভলান্টিয়ার ফর বাংলাদেশ ২০২৪ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) রাত সারে ৮ টার দিকে ভলান্টিয়ার ফর বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে এই ঘোষনা করা হয় বলে জানা যায়। ফলাফল ঘোষণার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ ধ্রুব।
ভিবিডি পথ চলা শুরু হয় ২০১১ সাল থেকে রাজশাহীতে সুনামের সাথে কাজ করে আসছে সংগঠনটি।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যুবদের নেতৃত্ব প্রদানে সহায়তা সহ বিভিন্ন ধরনের সেবা মূলক কাজ করে আসছে সংগঠনটি তরুণরা। ইতিমধ্যে রাজশাহী সেরা যুব সংগঠন হিসেবে পুরস্কার পেয়েছে ভিবিডি রাজশাহী জেলা শাখার সংগঠনটি।
গত ২৮ ডিসেম্বর থেকে ২০২৪ সনের কমিটি বোর্ড গঠনে দেশের ৬৪ জেলায় এই নির্বাচন হয়। যার ধারাবাহিকতায় ২৫ সদস্য্য বিশিষ্ট কমিটি মেম্বারদের নিয়ে রাজশাহীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ভিবিডির কমিটির ৭ টি পদে ১২ জন ভোট লড়াই এর মধ্যমে অংশগ্রহন করে।পরবর্তীতে সকলের ভোটে মাধ্যমে নির্বাচিত সভাপতি হিসেবে মো: দিদারুল ইসলাম, সহ সভাপতি হিসেবে মো: ফজলা ওয়াজুদ্দিন রাইহান, সাধারন সম্পাদক মো: রাউফ হোসাইন, কোষাধ্যক্ষ ফারিহা মাইমুনা চৈতি, জনসংযোগ কর্মকর্তা অমিত সরকার, মানব সম্পদ কর্মকর্তা মুস্তাকিম মিরাজ ও প্রকল্প কর্মকর্তা হিসেবে সুমাইয়া আজমি নির্বাচিত হন।
উল্লেখ্য ঃ রাজশাহী জেলায় জাগো ফাউন্ডেশন ভিবিডির কমিটির আগামী ১ বছরের জন্য নেতৃত্ব দিবেন এই ৭ সদস্যের কমিটি।
Post a Comment