মশিউর রহমান স্টাফ রিপোর্টার :
রাজশাহীর মোহনপুরে অবৈধ ভুটভুটির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২১ জানুয়ারি রোববার সকাল ১০ টা ৪৫ মিনিটের দিকে মোহনপুর উপজেলার রাজশাহী- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বজরপুর ত্রি-মোহনী মৌসুমী ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
মোহনপুর থানা পুলিশের জরুরি অফিসার এসআই সাখাওয়াত ও লিমা অফিসার এএসআই মতিউর রহমান ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত একটি ফোন ও একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার রেজি নং- রাজশাহী-হ ১৪-০৫৬৪।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, পবা উপজেলার তালগাছি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে কৃষক সামসুল (৫৮)
সরজমিন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল ১০:৪৫ মিনিটের দিকে উপজেলার বজরপুর ত্রি-মোহনী মৌসুমী ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে নওগাঁ দিক থেকে আসা গরুবাহী অবৈধ বড় স্টিয়ারিং এর ভুটভুটি মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে। নিহত সামসুল প্রেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মৌগাছির দিকে যাচ্ছিল।
এ বিষয়ে মোহনপুর থানার তদন্ত ওসি আছের আলী বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
Post a Comment