এম ইসলাম দিলদার
বাঘা প্রতিনিধি, রাজশাহী।
দলীয় নেতা কর্মী সমর্থক , বিভিন্ন সংগঠন ও চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৭ রাজশাহী -৬ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহরিয়ার আলম।
সোমবার ( ৮ জানুয়ারি) সকাল থেকে আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি’র আড়ানীর নিজ বাসায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষ ফুল ও নৌকা দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী ও ৩টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক সহ অগণিত নেতা-কর্মীরা তাকে নৌকা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা শাহরিয়ার আলম এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।
এমপি শাহরিয়ার আলম বলেন, মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত হচ্ছি। চারঘাট-বাঘার মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও উপজেলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
উল্লেখ্য, এ আসনে ১৯৭৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতোয়ার রহমান তালুকদার নির্বাচিত হয়েছিলেন। এরপরে বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হলেও আওয়ামী লীগের কোন প্রার্থী নির্বাচিত হতে পারেনি। পরবর্তীতে
২০০৮ সালে শাহরিয়ার আলম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে প্রথমবারের মতো বিজয়ী হন। এবারের বিজয় দিয়ে রেকর্ড গড়লেন শাহরিয়ার আলম।এছাড়াও দুই মেয়াদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
Post a Comment