তালতলী (বরগুনা)প্রতিনিধি:
বরগুনার তালতলীতে অনিবন্ধিত নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক কাম ম্যানেজার সাখাওয়াত হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে সাজাসহ অর্থদন্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।
জানা গেছে, মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.সোহাগ উপজেলার লাউপাড়া বাজারের নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে অনিবন্ধিত এ প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম দেখতে পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত খবর দিলে তিনি নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক কাম ম্যানেজার সাখাওয়াত হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ১মাসের সাজা ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ দেওয়া হয়।
তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুমন কুমার পোদ্দার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলার লাউপাড়া নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হলে অনিবন্ধিত এ প্রতিষ্ঠান পরিচালনা ও বিভিন্ন অনিয়ম দেখা যায়। এসময় প্রতিষ্ঠানের মালিক কাম ম্যানেজার সাখাওয়াত হোসেনকে ১হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী গতকাল ২২ জানুয়ারী জেলার ১৮টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন। নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২৩ জানুয়ারী) আমতলী উপজেলায় দুটি ও তালতলী উপজেলায় একটি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Post a Comment