সেচ্ছাসেবকদের তালিকা গঠনে তালতলীতে কর্মশালা




তালতলী (বরগুনা ) প্রতিনিধি:

দ্রুত মানবিক সহায়তা প্রদানের জন্য বরগুনায় সেচ্ছাসেবীদের তালিকা গঠনের লক্ষ্যে তালতলীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের পায়রা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা। 


আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর মাধ্যমে বরগুনায় সেচ্ছাসেবকদের তালিকা গঠনের  (ভলান্টিয়ার পোল) প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ লক্ষ্যে তালতলী উপজেলায় আয়োজিত কর্মশালায় স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ প্রায় ৪৫ জন অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন। 


এসময় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু,   প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জাগোনারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কর্মশালা থেকে জানানো হয়, সেচ্ছাসেবীদের তালিকা গঠনে প্রতিটি উপজেলা ও ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকবে এবং সেচ্ছাসেবীদের তালিকা উন্মুক্ত করা হবে। যারা ভবিষ্যতে যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারী সংগঠনের সাথে কাজ করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।


এর আগে গত ১১ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ১৪ ও ৩০ ডিসেম্বর জাগোনারী পাঠশালায় বরগুনার সেচ্ছাসেবকদের তালিকা গঠনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয় এবং ইতোমধ্যে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করার আস্বস্ত করেছেন জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম।

0/Post a Comment/Comments