বাঘা(রাজশাহী) প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলাধীন ৭ নং চকরাজাপুর ইউপিতে ইমান আলী সরকার দারুল কোরআন মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ইমান আলী সরকার দারুল কোরআন মাদ্রাসাটি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বাদ যহুর
চরকারাপুর ইউপির পলাশীফতেপুর গ্রামে অবস্থিত মাদ্রাসা পাঙ্গনে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটির পরিচালনা কমিটির
সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
মৃত ইমান আলী সরকার দারুল কোরআন মাদ্রাসায় হেফজ, আবাসিক অনাবাসিক শিশুদের জন্য মর্নিং এন্ড ইভিনিং ইসলাম শিক্ষার ব্যবস্থা ও জেনারেল শিক্ষার পাশাপাশি সহিহ ভাবে কোরআন তেলাওয়াত, নামাজ,দোয়া এবং জানা যার নামাজ শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান মোঃ আমজাদ হোসেন।
সহকারী পরিচালক হাফেজ মোঃ আব্দুল খালেক বলেন, ইমান আলী সরকার দারুল কোরআন মাদ্রাসায় গরিব মেধাবী ও এতিম ছাত্রদের বিনা বেতনে পড়ালেখাসহ অন্যান্য সুবিধার ব্যবস্থা রয়েছে।দান শীল ব্যক্তি বর্গসহ বিভিন্ন মাধ্যমে ১০ লক্ষাধীক টাকা সংগ্রহ করে আনুমানিক ২ হাজার বর্গমিটার ছাদ বিশিষ্ট মাদ্রাসা ভবন গড়ে উঠেছে।সংলগ্ন ২ শতজন একসঙ্গে নামাজ আদায় করতে পারবে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল গণি কলেজের প্রভাষক মোঃ নুরুজ্জামান, স্বপন সরকার, মাদ্রাসা টির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এজিএম অগ্রণী ব্যাংক মোঃ নুরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল আযম ও চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান ডিএম মোঃ বাবুল দেওয়ান।
উল্লেখ্য, মৃত ইমান আলী সরকার ও তার ছেলে গড়গড়ী ইউনিয়ন চেয়ারম্যান মৃত নজরুল ইসলাম এর জন্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক।দোয়া শেষে সকলের জন্য প্যাকেট খাবার তাবারক হিসেবে বিতরণ করা হয়।
Post a Comment