সাড়ে ৩ মাস কারাভোগ শেষে মুক্ত মির্জা ফখরুল ও আমীর খসরু



নিজস্ব প্রতিবেদক:

সাড়ে তিন মাস কারাভোগ শেষে জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাঁরা বের হন। কারাগার থেকে বের হলে কারা ফটকে বিএনপির এই দুই নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন বিপুলসংখ্যক নেতা-কর্মী। এ সময় পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ তাঁদের জামিনের তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেল পৌনে চারটার দিকে মহাসচিব ফখরুল ও আমির খসরু কারাগারের মূল ফটক থেকে বেরিয়ে যান। তারা দুজনই কারাগার থেকে জামিনে মুক্ত হলেন।’

একই দিন দলের প্রচার বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীও কারামুক্ত হন। গত ১১ অক্টোবর রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এ্যানীকে। এরপর থেকে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন বিএনপির এই নেতা।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পাওয়ায় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটি'র সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক আবু বকর সিদ্দিক এক বার্তায় জানিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি'র চলমান আন্দোলনকে ব্যাহত করা যাবে না। কারামুক্ত মহাসচিবের নেতৃত্বে জনগণকে সুসংগঠিত করে, আবারও বিএনপি জনদাবি আদায়ে রাজপথে সোচ্চার থাকবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। 

0/Post a Comment/Comments