স্টাফ রিপোর্টার : মমিন জাদরান
শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়’ এ স্লোগানে৷ রাজশাহী দূর্গাপুর পৌরসভায় সিংগা মধ্যে পাড়ায় শীত উপেক্ষা করে হাজারো দর্শকের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আইকন ট্রেড ইন্টারন্যাশনাল '' আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে রবিবার (১৫) (ফেব্রুয়ারি) রাত ৮ টায় সময়
অনুষ্ঠিত হয় ।
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চ্যাম্পিয়ান ফাইসাল আহম্মেদ শিবলু ও আবু বাক্কার সিদ্দিকের টিমের হাতে (৩২) ইঞ্চি এলইডি ও
অপর দিকে রানার্স আপ হওয়া বিধান দা ও তাপস কে ( ২৪) ইঞ্চি পুরুষ্কার
তুলে দেন অতিথিরা। সেরা খেলোয়াড় ফাইসাল আহমেদ শিবলু ও আবু বাক্কার সিদ্দিক কে সেরা টিম ম্যানেজারের ট্রফি অর্জন করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উল্লাস বায়োজিত রাফসান' বাপ্পি ' মুকিত ' ধারাভাষ্য ও ফেইসবুক লাইভে ছিলেন মো: রাসেল খান সিংগা পশ্চিম পাড়া । আইকন ট্রেড ইন্টারন্যাশনাল '' এর স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন তপু প্রতি দুর্গাপুর পৌরসভা ব্যাডমিন্টন
চ্যাম্পিয়ান ট্রফি নিজেদের হাতে থাকায় এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুশীল সমাজের মানুষ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানেল মেয়র একরামুল উদ্দিন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পল্লীবিদ্যুৎ অফিসার ডিজিএম ' দূর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব শাহাদাৎ প্রমৃখ। এছাড়া খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন বায়জিত রাফসান উল্লাস হাসান শাওন. . বাপ্পি. লিটন. সাহিন. মহর. আমির হোসেন ।
Post a Comment