হাল্ট প্রাইজের আইইউবিএটি অন-ক্যাম্পাস ইভেন্টে ছাত্র-ছাত্রীদের সৃজনশীল উদ্যোগের উজ্জ্বল গ্র্যান্ড ফাইনাল"



অনলাইন ডেস্ক :
হাল্ট প্রাইজ আইইউবিএটি, সিএসই বিভাগ কর্তৃক আয়োজিত হাল্ট প্রাইজের অন-ক্যাম্পাস অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের অসাধারণ উদ্ভাবনী ও উদ্যমের প্রদর্শনী ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে চেষ্টা করেছে শিক্ষার্থীরা।সিএসই বিভাগের হাসিবুল ইসলাম ও মো: রউনক সাইফ আদিব এই অনুষ্ঠানের উপদেষ্টা ছিলেন। মো আসাদুজ্জামান , ক্যাম্পাস পরিচালক ও নুর ই জান্নাতুল ফারজানা , সহকারী ক্যাম্পাস পরিচালকের নেতৃত্বে গঠিত একটি কমিটি এই সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে।প্রাথমিকভাবে, ১৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী সহ ৩৫টি দল ছিল। তিনটি পর্বে অংশগ্রহণকারীরা তাদের ধারণার সারাংশ জমা দেন। এর মধ্যে থেকে মাত্র ১০টি দল সেমিফাইনালের জন্য নির্বাচিত হয়। আবার সেমিফাইনাল থেকে মাত্র ৬টি দল গ্র্যান্ড ফাইনালে পৌঁছায়।গ্র্যান্ড ফাইনালে ৬টি দল সামাজিক উদ্যোক্তা হিসেবে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন ধরনের সৃজনশীল সমাধান উপস্থাপন করে। বিভিন্ন বিভাগ ও সংগঠনের সম্মানিত বিচারকরা তাদের সঠিকভাবে মূল্যায়নের জন্য তীব্র প্রশ্ন করেছেন।অবশেষে, "Water Heroes" দল চ্যাম্পিয়নশিপ, "Giga Dreamers" দল ১ম রানার আপ এবং "Core 4 Change" দল ২য় রানার আপ হয়। বিজয়ী দলগুলি এখন আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত।

আইইউবিএটি ২০২৪ সালের হাল্ট প্রাইজের টাইটেল স্পন্সর ছিল eShikhon.com, ফুড স্পন্সর ছিল Sigma, টি-শার্ট স্পন্সর ছিল Codemanbd, প্রচারণা সহযোগী ছিল Texort, পুষ্টি সহযোগী ছিল Sokti+। গণমাধ্যম সহযোগী ছিল The Business Standards ও The Daily Campus।

0/Post a Comment/Comments