তালতলী বরগুনা প্রতিনিধিঃ নাঈম ইসলাম
বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আকন মামুন এর উদ্যোগে তালতলী উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) তালতলী উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আকন মামুন।
এ সময় উপস্থিত ছিল তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, জাকারিয়া, মিরাজ, মাসুদ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আকন মামুন সাংবাদিকদের বলেন- আগামী নির্বাচনে আল্লাহতালা আমাকে যদি চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলেএ উপজেলার সড়ক, চিকিৎসা,ও শিক্ষা ব্যবস্থার দিকে উন্নয়ন কাজ করবো। সাংবাদিকদের কাছে সহযোগিতা চান। এছাড়াও সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে উপজেলার কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আকন মামুন তালতলী উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আমিন হাওলাদার যুগ্ন আহবায়ক আল আমিন মল্লিক, শানু হাওলাদার, কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রুবেল মিয়া, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বশির উদ্দিন প্রমুখ।
Post a Comment