মহাদেবপুরে দখলীয় সম্পত্তি রক্ষার জন্য কোর্টে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেছেন ফিরোজ হোসেন নামে এক ভুক্তভোগী



মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে প্রধান সড়কের পাশে অধিক মুল্যমানের জমি হওয়ায় অন্যের দখলীয় সম্পত্তি নিজের দাবী করে দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে গৌতম চন্দ্র দাসের বিরুদ্ধে ।

এ ব্যপারে নওগাঁ’র অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন ভুক্তভোগি জমির মালিক মোঃ ফিরোজ হোসেন । মামলা এবং সরেজমিন গিয়ে জানা গেছে মহাদেবপুর উপজেলার দক্ষিন হোসেনপুর মৌজার নওগাঁ-মহাদেবপুর প্রধান সড়কের উত্তর পার্শ্বে জনৈক মৃত রামজয় মন্ডলের পুত্র মৃত জিতেন্দ্রনাথ মন্ডল এর দুই পুত্র নীরেন চন্দ্র মন্ডল ও উজ্জল কুমার মন্ডলের নিকট থেকে তাদের পৈত্রিক সম্পত্তি দক্ষিণ হোসেনপুর মৌজার সাবেক খতিয়ান ৪২,হাল খতিয়ান ১৫৮,সাবেক দাগ ১১৮,১১৯, হাল দাগ ১২৫,১২৬ রকম ভিটা পরিমান(.৩১+১.৩৮)=১.৬৯ একরের মধ্যে মোট.১৮.৭৬ (পৌনে উনিশ) শতাংশ জমি ক্রয় করেন বদলগাছী উপজেলার গোল্লা মাধবপাড়া নিবাসী মোজাম্মেল হকের পুত্র মোঃ ফিরোজ হোসেন সরদার। ফিরোজ হোসেন দখলভুক্ত সম্পত্তির এক অংশে পাকা ঘর তুলে লেদ ব্যবসা শুরু করেন। একটি অংশে টিনের একটি ঘর বাঁকি অংশে বেড়া দিয়ে ঘিরে মোট ১.৬৯ একর এর মধ্যে ১৮.৭৬শতাংশ দক্ষিনাংশে শান্তি পূর্ণ ভাবে ভোগ-দখলে রয়েছে।

অপরদিকে মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার মৃত নগেন্দ্রনাথ দাসের পুত্র গৌতম চন্দ্র দাস উক্ত ১৫৮ নং খতিয়ানের শরীক জিতেন্দ্র নাথ মন্ডলের অপর ভাই ক্ষেত্র মোহনের নিকট থেকে অনুরুপ পৃথক ৩ দাগে মালিকানাধীন তার অংশের সম্পত্তি ক্রয় করে মালিকানা লাভ করে। জমি ক্রয় করে সম্পূর্ণ জমি দখল না পাওয়ায়।পরবর্তীতে উক্ত গৌতম চন্দ্র দাস গায়ের জোরে অন্য দুই দাগের সম্পত্তি বাদ দিয়ে প্রধান সড়কের পাশে অবস্থিত সাবেক দাগ নং ১১৯ হাল ১২৬ নং দাগে সমস্ত সম্পত্তি দাবী করে ফিরোজ হোসেনের দখলীয় সম্পত্তি জোর করে দখলের চেষ্টা চালাচ্ছে।তার বিরুদ্ধে জমির বর্তমান দখলীয় মালিক মোঃ ফিরোজ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ২৬৭ মিস/২০২৪ নম্বর মামলাটি আনায়ন করেছেন এবং সুষ্ঠ বিচার দাবী করেছেন।

এবিষয়ে গৌতম চন্দ্র দাস বলেন, আমি ফিরোজের দখলীয় সম্পত্তি দখল করার হুমকি দেইনি।যেহেতু মামলা করেছে। মামলায় মোকাবিলা করা হবে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, ১৪৪/১৪৫ ধারার বিধানমতে আদালতের নির্দেশ মোতাবেক নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য উভয়পক্ষেকে নোটিশ প্রদান করা হয়েছে। আদালতের অত্র আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আরা বলেন, আদালতের নির্দেশ মোতাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কতৃক সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন প্রেরণ করা হবে।

0/Post a Comment/Comments