রাজু আহমেদ, রাজশাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিগত সরকার পতনের আন্দোলনে গুম, খুন, নির্যাতিত রাজশাহী পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপির আওতাধীন নেতা-কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল ) দিনব্যাপী দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের ঈদ উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক আবু বকর সিদ্দিক।
এসময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বিগত সরকার পতনের আন্দোলনে গুম, খুন, নির্যাতিত নেতা-কর্মীদের পরিবার গুলোর খোঁজ খবর সবসময়ই রাখেন। তিনি আপনাদের খোঁজ খবর রাখেন বলেই আজকে আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর আমরাও আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজন আমাদেরকে ডাকবেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, পুঠিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব এন্তাজুল হক বাবু, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়দ হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার, পুঠিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Post a Comment