মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় অ্যাডঃ সোহার তালা প্রতীকের জনসংযোগ



নিজস্ব প্রতিবেদক, 
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের   নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ সাদিকুল ইসলাম সোহা'র পক্ষে তালা মার্কার ভোট প্রার্থনা করা হয়।
আজ বুধবার সদর উপজেলার গড়পাড়া,চর গড়পাড়া ও বাংলাদেশ হাটে এবং আশেপাশের গ্রামে ভোট প্রার্থনা করছেন সাধারণ জনতা। 

এসময় ভোটারগণ ও সাধারণ জনগণ  তালা প্রতীকে  ভোট প্রদান করে  অ্যাডঃ সাদিকুল ইসলাম সোহা কে বিজয়ী করবেন বলেন তারা জানান।

এসময় সাধারণ ভোটারদের সাথে কথা বললে গড়পাড়া ইউনিয়নের বাসিন্ধা বয়োজ্যেষ্ঠ আবুল কাসেম মোল্লা বলেন বিগত দিনে যে ছিলেন তাকে তো দেখলাম সে যা করেছে এবার না হয় তরুণ, শিক্ষীত ও সৎ মানুষ অ্যাডঃ সোহা  কে তালা প্রতীকে ভোট দিয়ে দেখি সে কি করে,বিগত করোনায় অ্যাডঃসোহা আমাদের পাশে থেকে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক দিয়ে পাশে ছিলেন ওনি একজন ভালো ও সৎ মানুষ ওনার চরিত্র ভালো তাই আমরা গড়পাড়াবাসী সিদ্ধান্ত নিয়েছি এবার তালা প্রতীকে ভোট দিবো।

 উক্ত এলাকার জনসাধারণের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয় সাধারণ জনগণ তালা প্রতীকে ভোট দিয়ে স্মার্ট ও মাদকমুক্ত মানিকগঞ্জ সদর উপজেলা গঠনে পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

0/Post a Comment/Comments