সাবেক দুইবারের রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা সোমবার তার সংসদীয় আসনে সকাল ১০ টায় দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে এবং বেলা সাড়ে ১১ টায় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
পরে মরহুম নাদিম মোস্তফার মৃতদেহ রাজশাহী মহানগরে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে নিয়ে যায়। সেখানে বাদ যোহর চতুর্থ জানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে।
তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।
জানাজায় আরও অংশ নেন- পুঠিয়া দুর্গাপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Post a Comment