সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে ইউএনও'র বাঁধা


ইউএনও লায়লা আঞ্জুমান বানু-ছবি:সংগ্রহীত

খবর রাজশাহী ডেস্ক:  নওগাঁর মান্দায় পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকে বাঁধা প্রদান করেছেন ইউএনও লায়লা আঞ্জুমান বানু। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় আইন শৃঙ্খলা কমিটির মিটিং চলাকালীন সময়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় বাঁধা প্রদান করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক এম.এ রাজ্জাক জানান,আমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করে আসছি। সাংবাদিকতার পাশাপাশি আমি নওগাঁ জেলা রিপোর্টার ইউনিটির ও মান্দা প্রেসক্লাব কমিটির সদস্য।এছাড়াও মান্দা উপজেলার পাশাপাশি নওগাঁ জেলা প্রতিনিধি হিসাবে একাধিক জাতীয়,আঞ্চলিক, টিভি ও নিউজ পোর্টালে  সুনামের সহিত কাজ করছি।তিনি চেনা জানার পরও আইন শৃংখলা মিটিংয়ে বাঁধা প্রদান করে হেয় প্রতিপন্ন করেছেন। 

এসময় তিনি আমাকে বলেন,আইন শৃঙ্খলা মিটিংয়ের সদস্য না হলে ছবি ও ভিডিও ধারণ করা যাবে না। 
ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজ্জামেল হক কাজীকে দিয়ে ডেকে বলেন, এই সভার সদস্য না হলে  ছবি ও ভিডিও ডিলিট করেন। 

পরে  লায়লা আঞ্জুমান বানু জানান,আইন শৃঙ্খলা কমিটি সভা চলাকালীন সময়  ছবি বা ভিডিও অথবা তথ্য সংগ্রহ করতে চাইলে  ইউএনও'র লিখিত অনুমতি লাগবে।

এব্যাপারে নওগাঁ জেলার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা জানান, উপজেলার আইন শৃঙ্খলা কমিটির  মিটিংয়ে সময় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের কোনো মৌখিক বা লিখিত অনুমতির প্রয়োজন নেই। যদি তিনি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে,তাহলে তিনি অবশ্যই ভুল করেছেন। 

এব্যাপারে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান,সাংবাদিকদের পেশাগত কাজে যারা বাঁধা প্রদান করবেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা হবে।

0/Post a Comment/Comments