দুর্গাপুর-পুঠিয়ার মানুষকে ধৈর্য ধরার আহ্বান




জিল্লুর রহমান জীবন, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার ধর্ম ও দলমত নির্বিশেষে সকল জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি'র সদস্য, রাজশাহী জেলা বিএনপি'র সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক আবু বকর সিদ্দিক। মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার(৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান।

আবু বকর সিদ্দিক বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণের মুক্তি হয়েছে। এ বিজয় ছাত্র-জনতার বিজয়। বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্যদিয়ে বাংলাদেশের ১৭ কোটি জনতা চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় রয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বাংলাদেশের পূর্ব দিগন্তে নতুন সূর্যদয় হবে বলে দেশবাসীকে ধৈর্য ধরতে বলেন।

0/Post a Comment/Comments