মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে মকবুল হোসেন (৬৫) নামের এক অটো চার্জার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল কাউয়ুমের ছেলে। শুক্রবার বিকেল ৩টায় তিনি মারা যান।
এঘটনায় স্থানীয়রা নুরুননবী ওরফে নুরনবীকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি একই গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে এবং তিনিও অটোচার্জার চালক।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাড়ির সামনে দিয়ে অটোচার্জার চার্জ দিতে নিয়ে যাবার সময় মকবুল হোসেনের সাথে নুরনবীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১টায় তারা উভয়ে নিজ নিজ অটোচার্জার নিয়ে উপজেলা সদরের বকের মোড়ে আসলে আবার কথা কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত ঘটে। একপর্যায়ে নুরনবী পাশেই থাকা সড়কে কাজ করা বুলডোজারের ভিতর থেকে একটি হাতুড় নিয়ে এসে মকবুলের মাথায় আঘাত করে। এতে মকবুল মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে ধরে উত্তম মধ্যম দেন। পরে বিকেল ৩টায় উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নুরনবীকে সেখানে চিকিৎসা দেয়া হয়। পরে জনতা তাকে পুলিশে দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মকবুলের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Post a Comment