স্পোর্টস ডেস্ক : ১১ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হতে যাচ্ছে দাবা অলিম্পিয়াড। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশের ১০ দাবাড়ু। ওপেন বিভাগে খেলবেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজি, নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
নারী বিভাগের দাবাড়ুরা হলেন– আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ওয়াদিফা আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো এবং ওয়ালিজা আহমেদ।
প্রতিযোগিতা সামনে রেখে গতকাল দাবা ফেডারেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। দাবা অলিম্পিয়াডের পর বুদাপেস্টে অনুষ্ঠেয় তিনটি আন্তর্জাতিক দাবা ইভেন্টে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার ওয়ালিজা আহমেদ অংশগ্রহণ করবেন।
Post a Comment