বাগমারা'য় তারুণ্যের ভাবনা'য় বাংলাদেশ শীর্ষক মতবিনিময়



স্টাফ রিপোর্টোরঃ

ভাবনায় বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর  বেলা সাড়ে চার’টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সচেতন ছাত্র-নাগরিক সমাজ বাগমারা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরাইরা’র সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মাদ আলী ত্বোহা।

সভায় বক্তব্য রাখেন রাখেন, রাজশাহী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী প্রমুখ।

আব্দুল্লাহ আল সালাফি সঞ্চালনায়
সার্বিক সহযোগিতায় ছিলেন ইসমাইল হোসাইন, তাসলিমুল হাসান।
সভায় বক্তারা উল্লেখ করেন, আগামীর বাংলাদেশ কেমন হবে এ বিষয়ে আলোকপাত করা হয়।

গত সতেরো বছর ধরে আমরা অনেক কথা বলতে পারি নাই। এখন অন্তত প্রাণ খুলে কথা বলতে পারছি। তাঁরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মানে সকলকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

0/Post a Comment/Comments