রাজশাহী নগরীতে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা



নিজস্ব প্রতিবেদক::

রাজশাহীর শাহমখদুম থানার রায়পাড়া মহল্লায় ফাঁকা বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রায়পাড়া মহল্লার নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।নিহত নারীর নাম শ্রী রানী (৫০)। তিনি রায়পাড়া মহল্লার মৃত অজয়ের স্ত্রী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রানীর নিকটাত্মীয় বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার রাতের কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়।

তিনি বলেন, সকালে প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের মেঝেতে রানীর লাশ দেখে পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0/Post a Comment/Comments