দুর্গাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন



মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :

রাজশাহী দুর্গাপুরের কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওই স্কুলের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ওই অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ সময় ছাত্রছাত্রীরা ‘দফা এক দাবি এক, আমিনুল ইসলামের পদত্যাগ’সহ নানা স্লোগানে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান। 

শিক্ষার্থীরা বলেন- প্রিন্সিপাল স্যার কখনো শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। এমনকি তিনি অনিয়মিত কলেজ করতেন। নিজের খেয়াল খুশিমতো কলেজ পরিচালনা করতেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আমলে নিয়ে অবিলম্বে অধ্যক্ষের পদত্যাগ, কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। 

তবে অভিযোগের বিষয়ে জানতে কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরে কল কেটে দেন। তাই তার বক্তব্য নেওয়া যায়নি। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন জানান, বিক্ষোভ মিছিল হয়েছে কিনা সেটা আমার জানা নেই। তবে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0/Post a Comment/Comments