রাকিবুল হাসান সনি, রাজশাহী ব্যুরো:
আলোচিত পুঠিয়ার সাবেক অধ্যক্ষ ও শিক্ষিকার অসামাজিক কার্যকলাপের প্রতিবাদকারী শিক্ষার্থীর নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছে সুরাইয়া আকতার (২৩) নামের এক শিক্ষার্থী। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানাগেছে, সাবিনা ইয়াসমিন (৩৫) স্বামী: আব্সাবিনা কটেজ, মির্জাপুর পুলিশ ফাঁড়ির এর পূর্বে আহলে হাদিস সাবিনা কটেজ এ ভাড়া থাকি। গত ০৮/০৯/২৪ইং তারিখ দিবাগত রাত্রি আনু: ২.৩০ ঘটিকার সময় বিবাদী তার স্বামীর অনুপস্থিতিতে মোঃ শফিউল আলম (৬৫) সাবেক অধ্যক্ষ, ধোপাপাড়া মেমোরিয়াল কলেজ সহিত অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকলে আমি ও আমার রুম মেট বিষয়টি প্রত্যক্ষ করে ফেলি। বিবাদী আমার পাশের রুমেই অবস্থান করতো। ফলে বিবাদীর অপকর্মটি আমরা প্রত্যক্ষ পারি। তারপরও আমরা আমাদের নিরাপত্তাজনিত কারনে কিছু বলিনা। উক্ত সময়ে আমি প্রয়োজনীয় কাজে রুমের বাইরে বের হলে ১নং বিবাদী যার সহিত অপকর্ম করে মোঃ শফিউল আলম (৬৫) সাবেক অধ্যক্ষ, ধোপাপাড়া মেমোরিয়াল কলেজ বিবস্ত্র অবস্থায় আমাদের রুমের সামনে এসে দাঁড়ায়। উক্ত সময়ে বিষয়টি আমাদেরকে বিব্রত অবস্থায় ফেলে। ফলে আমরা নিরাপত্তাহীনতা উপলব্ধি করে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করি। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে উক্ত বিষয়টি মিমাংসা করা হলেও বিবাদী আমাদেরকে ও আমাদের পরিবারের সদস্যদেরকে অনবরত ভয়ভীতি প্রদান ও হুমকি ধামকি দিচ্ছে।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সাবেক অধ্যক্ষ ও শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment