মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জাহান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি আবু জার গিফারী, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাইদ, প্রেস ক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাসানুজ্জামান, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি এনামুল কবীর এনাম, দৈনিক সূর্যোদয় পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মুজাহিদ হোসেন ও ফজলে রাব্বি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, বদলগাছী সাংবাদিক সংস্থার সদস্য ফরাদ হোসেন, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ বলু, সাংবাদিক মোস্তাকিম, সাংবাদিক সবুজ, দৈনিক বাংলার আলো নিউজ উপজেলা প্রতিনিধি সাংবাদিক সারোয়ার হোসেন অপু সহ আরও বেশ কিছু সাংবাদিক বৃন্দ।
সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জাহান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ প্রতিরোধ করা সম্ভব । তিনি আরও বলেন সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর নিহার ও সাব ইন্সপেক্টর আ: মমিন।
Post a Comment