মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলনে ডিলারদের হয়রানির অভিযোগ উঠেছে।জানাজায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ -১ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারক নম্বার ১৩.০০.০০০০.০৪৬.৫১.০০১.১৭.১৫৫ গত ১৯/৮/২০২৪ ইং তারিখের চিঠির আলোকে জানাযায় খাদ্যবান্ধব কর্মসূচির সেপ্টেম্বর মাসের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।চিঠির আলোকে আরো জানাযায় প্রতিটি ডিলার সংশ্লিষ্ট মাসের ১০ তারিখের মধ্যে চাল উত্তোলন করবেন। কোন ডিলার অনুপস্থিত থাকলে তার পক্ষে কেউ খাদ্যশস্য গ্রহণ করতে পারবে না। কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট উপজেলা কমিটি ৩ মাসের জন্য সাময়িক ভাবে নতুন ডিলার নিয়োগ করতে পারবেন এবং সেটা খাদ্য অধিদপ্তরকে অবহিত করবেন। এমতাবস্থায় উক্ত চিঠির আলোকে বদলগাছী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোছাঃ সাবরিন মোস্তারী গত ৩১/০৮/২০২৪ ই তারিখ খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলার সকল ডিলার গণকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে চাল উত্তোলনের চিঠি ইস্যু করিলে।কয়েকজন ডিলার চাল উত্তোলনের জন্য অফিসে অফিসে ঘুরেও চাল উত্তোলন করতে পারেন নাই। চাল উত্তোলন করতে পারবেন কিনা এমন আশংকা করছেন সংশ্লিষ্ট ডিলারগন।
কযেকজন ডিলার বলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোছাঃ সাবরিন মোস্তারী আমেদের চাল উত্তোরনের চিঠি দিয়েছেন।আমরা চাল উত্তোলন করতে গিয়ে চাল উত্তোলন করতে পারতেছিনা।আমরা হয়রানি শিকার হচ্ছি। চিঠির আলোকে ১০ তারিখের মধ্যে চাল উত্তোলন করতে না পারলে আমরা চাল বিতরণ করতে পারবোনা।
এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোছাঃ সাবরিন মোস্তারী বলেন,উপজেলার সকল ডিলার গণের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। মিটিং আছে।মিটিংয়ের পর ডিলারদের সিদ্ধান্ত জানানো হবে।
Post a Comment