সানোয়ার হোসেন জনি, পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়াতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক এর জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) উপজেলা দুদুর মোড়, জেকেরের মোড়,শাহবাজপুর বাজার ,পালাশবাড়ী বাজার, ও নয়াপাড়া বাজারে বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় আবু বকর সিদ্দিক উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততার সহিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এবং দখলদারিত্ব , চাঁদাবাজ, লুটপাটকারীদেরকে দলীয় ও আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
পথ জনসংযোগ ও পথসভায় উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল সহ বিএনপি'র সকল অঙ্গ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment