পীরে কামেল শাহ্সুফি হুয়াল কুল সৈয়দ আছরার আহম্মেদ কালিমী চিশতী(রহঃ) এর খানকা শরীফে ঈদে মিলাদুন নবী পালিত



মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার নয়ন শহর  হোসনিয়া কালিমিয়া খানকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। 
জানা গেছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয় ভাবে পালিত হবে ঘোষণা দেন।
তারি ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর বদলগাছী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পাহাড় পুর ইউনিয়নের নয়ন শহর হোসনিয়া কালিমিয়া খানকা থেকে ঈদে মিলাদুন্নবী পালনে একটি রেলী পাহাড় পুর বাজার থেকে সন্ন্যাসতলা, পাঁচ ঘরিয়া জামালগঞ্জ  সড়কে শৃঙ্খলা রক্ষা করে বিভিন্ন   রাস্তা পদক্ষিন করেছেন।রেলীতে নারায়ে তাকবির আল্লাহ হুআকবার ও সকলের মূখে দয়ার নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম সহ বিভিন্ন ইসলামী গজল সহ শ্লোগানে শ্লোগানে রাস্তা  মুখরিত করেন নবী প্রেমিকেরা।
জানা যায় উপজেলা প্রশাসান,উপজেলা ইসলামি ফাউন্ডেশন, পাহাড় পুর বৌদ্ধ বিহার যাদুঘর কর্মকর্তা কর্মচারী,  মিঠাপুর হাইস্কুল, মিঠাপুর আলিম মাদ্রাসা,রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,জগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,গন্ধববপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  সহ সরকারি বে সরকারি  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সকল শিক্ষক ও ছাএ/ছাএী মিলিত ভাবে বিভিন্ন হামদ,নাত ইসলামী গজল সহ  দোয়া দরুদপাঠের মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের মিষ্টি খাওয়ান শিক্ষককেরা।

হোসনিয়া কালিমিয়া খানকাতে প্রতিবছরের ন্যায় এবছরেও বেপক জাঁকজমকপূর্ণ ভাবে পালন করতে দেখা যায় ঈদে মিলাদুন্নবী। এবং ঈদে মিলাদুন্নবী পালনে দলিল সহ বক্তব্য রাখেন পীরে কামেল ডক্টর আশরাফ আলী সিদ্দিকী বগুড়া । তিনি তার বয়ানে বলেন,যারা দরুদপাঠ, কিয়ামকরা,ঈদে মিলাদুন নবী পালন করা নিয়ে বির্তক সৃষ্টি করেন তারা কলম কাটা হুজুর।উদাহরণ সরুপ বলেন আম গাছে কলম করে বিভিন্ন প্রজাতির গাছের চারা লেগে যেমন গোড়া পরিবর্তন করা যায় না।যতই কলম করে অন্য গাছের চাড়া লাগান আম গাছের গোড়া পরির্বত করা যাবে না।তাই বর্তমান সমাজের হুজুরেরা যাই বলুক আগে দেখতে হবে গোড়ায় কি ছিলো।আম গাছ নাকি জলপাইগাছ।
সার্বিক ব্যবস্থা ও পরিচালনায় মাওলানা রুহুল আমিন কালিমি আলচিস্তি।সৈয়দ আছরার আহমেদ কালিমি আল চিস্তির কতিপয় বক্তের মূখে রাগান্বিত ভাষা শুনাগেছে, তিনারা বলেন, হুজুর বেঁচে থাকতে মোনাজাতের আগে তোবারক খাওয়ানো নিষেধ ছিল।  হুজুরের এ নিয়ম নীতি এবারে ভঙ্গ করা হয়েছে।

0/Post a Comment/Comments