খবর রাজশাহী ডেস্ক :
রাজশাহী দুর্গাপুর উপজেলার নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রাজনৈতিক সভা করার অভিযোগ উঠেছে। উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বখতিয়ারপুর ডিগ্রী কলেজের প্রভাষক বিএনপি নেতা জিয়াউর রহমান। ওই আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী সহ ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিএনপি একটি বড় সংগঠন বিদ্যালয়ের মাঠে রাজনৈতিক কর্মসূচি পালন করবে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করে বিএনপির নেতারা প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণিকক্ষে আলোচনাসভা করেছেন।
Post a Comment