রাজশাহী দুর্গাপুরে কানপাড়া বাজার বণিক সমিতির ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রবিবার(১৩ অক্টোবর) বিকেলে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এই কমিটির সিদ্ধান্ত হয়। এতে জাকির হোসেন (সাঃ মেম্বার) সভাপতি ও ফারুক হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি লাবু, সহ-সম্পাদক রফিকুল ইসলাম (রাজিব), ক্যাশিয়ার শাহ আলম, সদস্য আব্দুর রশিদ (সাঃ মেম্বার), সাইফুল ইসলাম, হাসিবুল ইসলাম (ডাক্তার),আনোয়ার শরিফ, হামিদ,আসাদুল ইসলাম, আনামিয়া, মতিউর রহমান (বল্টু), এনামুল হক,বিপ্লব, লাল্টু, এমদাদুল, লাল্টু(ভবানীপুর), আয়নাল হোসেন, সাইফুল ইসলাম (হার্ড),মানিক তালুকদার, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, মাসুদ পারভেজ, সোহেল রানা, মুকুল (লাই), আবু শামা, মাসুম, ফারুক।
সংশ্লিষ্টরা জানান, বাজারের যে কোন অপ্রিতীকর ঘটনা রোধ, সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে উক্ত কমিটি গঠন করা হয়েছে।
Post a Comment