পুঠিয়াতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক


রাজশাহী পুঠিয়ার দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক। 

শনিবার সন্ধ্যায় উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। পরে তিনি তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন হিন্দু নেতাদের কাছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম-আহবায়ক রাকিবুল ইসলাম,পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি প্রমুখ। 

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। সকল ধর্মের লোকই বিএনপিতে আছে। তারেক রহমানের কড়া নির্দেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।

0/Post a Comment/Comments