পুঠিয়া প্রতিনিধি:
বিএনপি সম্প্রীতির বাংলাদেশ গড়তে রাজশাহী পুঠিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুঠিয়া উপজেলা বিএনপি।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডবের প্রস্তুতি পরিদর্শন, মতবিনিময় ও স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মণ্ডপের পূজারি, পূজা কমিটির সভাপতি ও পূজার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পুঠিয়া উপজেলা বি এন পির সংগ্রামী আহবায়ক জনাব আবু বকর সিদ্দিক, সভাপতিত্ব করেন জিউপাড়া ইউনিয়ন বি এন পির আহবায়ক আব্দুল কাদের, ইউনিয়নের ৮ টি মন্ডবের সভাপতি - সাধারণ সম্পাদক বৃন্দ, পুঠিয়া উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন নিয়োগী, সাধারন সম্পাদক কার্তিক,সহ ছাত্রদল, যুবদল,ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন ইউনিয়ন বি এন পির সদস্য সচিব তরিকুল ইসলাম।
Post a Comment