মো. নাজমুল হক, ধামইরহাট (ধামইরহাট) প্রতিনিধি:
নওগার ধামইরহাটে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজের যৌথ আয়োজনে ২৪ অক্টোবর দিনব্যাপী কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন চিত্রাঙ্গন প্রতিযোগিতা, ব্যবহৃত প্লাস্টিকও কাগজ দিয়ে হস্তশিল্প তৈরী, বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুলাহ আল মামুন। এ সময় ইএসডিও’র প্রকল্প ব্যবস্থাপক মো. অজিদুর রহমান সহ মঙ্গলবাড়ী স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ,এসএমসির সদস্য, ওয়াটার এইড বাংলাদেশ প্রতিনিধি ও ইএসডিও’র উন্নয়নকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ছয় জনকে পুরস্কৃত করেন প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ আল মামুন।
Post a Comment