নিজস্ব প্রতিবেদক:
অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা'র তৎপরতায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সদরঘাট এলাকা থেকে অপহরণ হওয়া শিশু তুষার(৯) কে বরিশালের পিরোজপুর থেকে উদ্ধার করেছে র্যাব-২ ও র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল। উল্লেখ্য, অপহৃত তুষারের মা বিলকিস বেগমের সাথে বাদল (৩০+) নামে অজ্ঞাত এক তরুণের ফোনে পরিচয় হয়, পরিচয়ের সূত্র ধরে তুষার কে নিয়ে তার মা বিলকিস ৩০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় যুবক বাধনের সাথে দেখা করতে গেলে, বাদল বিলকিস বেগমের ছেলে শিশু তুষারকে চিপস কিনে দেয়ার কথা বলে নিয়ে সরে যায়। এরপর থেকে ফোনে ২ লক্ষ টাকা দাবি করতে থাকে বাধন। ভুক্তভোগী তুষারের মা বিলকিস বেগম বাদী হয়ে এ ঘটনায় ঘটনাস্থলের দায়িত্বপূর্ণ কোতয়ালী থানায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে মামলা রুজু করেন। ওদিকে অপহরণকারী বাধন অনবরত মুক্তিপণের টাকার জন্য চাপ দিয়ে যাচ্ছিলো শিশু তুষারের পরিবারকে। এমতাবস্থায় গত ৪ আগস্ট ভুক্তভোগী তুষারের মা অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক মেহেদী হাসান কে জানালে তিনি দ্রুত যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে রিপোর্ট আকারে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলে র্যাব-২ এর একটি আভিযানিক দল বরিশালে র্যাব-৮ এর সহযোগিতা নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দূর্গম হোগলাপাতিয়া গ্রামে অভিযান চালিয়ে অপহরণের শিকার শিশু তুষার কে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে তাদের পরিকল্পনা ছিলো মুক্তিপণ না পেলে শিশু তুষারকে মেরে ফেলা। ইতোমধ্যে অপহৃত শিশু তুষারকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে র্যাব।
Post a Comment