শাহিনুর ইসলাম শিশির, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৭নং জয়নগর ইউনিয়নের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে জয়নগর ইউনিয়ন কৃষকদল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব আকুল হোসেন মিঠু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুর্গাপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, জয়নগর ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।
জয়নগর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শামসুর রাহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের দফতর সম্পাদক শামিম আহমেদ, সদস্য খাইরুল আলম, কিসমতগণকৈড় ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলাউদ্দিন, বিএনপি নেতা ও শিক্ষক বদিউজ্জামান বল্টু, মোস্তাক আহমেদসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষকদলের নেতৃবৃন্দ।
সম্মেলনে জয়নাল আবেদীনকে সভাপতি ও বিপ্লব হোসেনকে সাধারণ সম্পাদক, জিলহজ্জ ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জয়নগর ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
Post a Comment