নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের এক দফা দাবিতে কর্ম বিরতি ঘোষণা




মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

গত মঙ্গলবার সকাল ৯ টার সময় রাণীনগর উপজেলা সরকারি মেডিকেলের সকল নার্স, ৩ ঘন্টার জন্য কর্ম বিরতি ঘোষণা দিয়েছিলেন। 

তাদের দাবি নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট রেজিস্টার পথ থেকে সকল ক্যাডার অপসারণপূর্ব উক্ত পথ গুলোতে উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ  নার্সদের  অগ্রাধিকার দিতে হবে। 

এক দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন নার্সদের ইনচার্জ সালমা সুলতানা ও সীমা আক্তার,বলেন অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের এই যৌতিক দাবিটি  মেনে নেয়। আরো উপস্থিত ছিলেন, ফেরদৌসী বেগম, আম্বিয়া খাতুন, সুরাইয়া আক্তার, মাহফুজা আক্তার, শাম্মী আক্তার, মুন্নি খন্দকার, তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্ম বিরতি দিতে থাকবেন।

0/Post a Comment/Comments